বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন


Shikha BD প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ন /
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আহ্বায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন উমামা ফাতেমা।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

এর আগে নতুন বাংলাদেশ বিনির্মাণে রূপরেখা প্রদান ও সারাদেশের বিপ্লবী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

সারজিস বলেন, ইতিমধ্যে অনেক ভুয়া সমন্বয়ক দেখেছি। কোনো কাঠামো না থাকায় তাদের আইনের আওতায় আনতে বা শাস্তির আওতায় আনা যায়নি। তাই আমাদের এ কমিটি গঠন করা।

শিগগিরই এ কমিটিকে পূর্ণাঙ্গ করা হবে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। এ জন্য আরও সুসংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে।