https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেটে আ. লীগ নেতা মুরাদ গ্রেফতার


Shikha BD প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন /
সিলেটে আ. লীগ নেতা মুরাদ গ্রেফতার

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়াম্যোন ও উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের সদস্যরা।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেফতার হোসেন মুরাদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের মৃত ময়নুল হোসেন চৌধুরীর ছেলে।

র‍্যাব-৯ জানায়, হোসেন মুরাদের বিরুদ্ধে বিয়ানীবার থানায় হত্যা ও নাশকতা মামলা রয়েছে। গত ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সহিংসতা সৃষ্টি করেছেন। গ্রেফতারের পর আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।