আন্দোলন-সংগ্রামে মাঠে সরব ছিলেন ছাতকের নেতা-কর্মীরা — কলিম উদ্দিন আহমেদ মিলন


Shikha BD প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৪, ৫:৩০ পূর্বাহ্ন /
আন্দোলন-সংগ্রামে মাঠে সরব ছিলেন ছাতকের নেতা-কর্মীরা — কলিম উদ্দিন আহমেদ মিলন

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক,সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, হামলা-মামলায় জর্জরিত বিএনপির নেতা কর্মীরা রাজপথের কোন আন্দোলনে কখনো পিছপা হয়নি। ছাতক পৌরসভা বিএনপির একটি উর্বর এলাকা। সকল আন্দোলন-সংগ্রামে পৌরসভা বিএনপি,যুবদল ও সহযোগী অন্যান্য সংগঠনের নেতা- কর্মীরা মাঠে থেকে লড়াই করেছেন। একই দিনে প্রায় অর্ধ শত নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়ে ও রাজপথ ছেড়ে যায় নি।

তিনি বলেন, দীর্ঘ দিনের নির্যাতিত নেতারা অনেকেই সব সময় রাজনীতিতে স্বক্রীয় থাকতে পারেন নি। অনেকেই ভয়ে সভা সমাবেশে যোগ দেন নি। এখন সময় এসেছে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি।মাঠে-ময়দানে কথা বলতে পারছি।আমাদের সকল নিস্ক্রিয় নেতাদের আবারো মাঠে ফিরিয়ে আনতে হবে। আগামী একমাসের মধ্যে পৌর সভার ৯ টি ওয়ার্ডে পৃথক সভা করে সবাইকে
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌছে দিতে হবে।

সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে ছাতক পৌর
বিএনপি-অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন।

বিএনপি নেতা মো.আকিল আলীর সভাপতিত্বে ও পৌর
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেনের পরিচালনা অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুর রহমান শামছু, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক,সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন,জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল, শিল্প বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, এস এম লায়েক শাহ, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ।

বক্তব্য রাখেন, বিএনপি নেতা সৈয়দ জুনেদ আহমেদ শাহ ময়নুল হাসান,পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, যুগ্ম আহবায়ক তারেক আহমদ,সাজ্জাদ মাহমুদ মনির, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তানিমুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমেদ পাবেল,পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক, মজলু মিয়া, বিপ্লব চন্দ্র পাল, কামরুল ইসলাম কামরান,কামাল উদ্দিন,সেলিম মিয়া, বাবু,ইমরান আহমদ,গোলাম রব্বানী, সাদিকুর রহমান, সিদ্দিক মিয়া,নাঈম হাসান, হাবিবুর রহমান,স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার তারেক,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক দল নেতা ফেরদৌস আহমেদ বাবুল,আব্দুস সহিদ,সেলিম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদীন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক সাহেদ ইয়াছিন,পৌর ছাত্রদল নেতা শরীফ উদ্দিন মাহিব, সাজিবুল ইসলাম রনি,মুহিবুর রহমান সায়মন,আরিফ হোসেন,এমরান হোসেন মাহিদ,সাদিকুর রহমান,তুর্য রায়, অলিদ আহমদ প্রমুখ।

মতবিনিময় সভায় পৌর সভার সকল ওয়ার্ডের বিএনপি, যুবদল,কৃষকদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল,জাসাস ও
ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।