https://shikhabd.com/google0928d57da4654288.html
পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৭ অক্টোবর) সকালে ভাদুলিয়া গ্রামের গঙ্গারামচক খনিতে কয়লা উত্তোলনের সময় এই বিস্ফোরণ ঘটে। এতে অন্তত সাত শ্রমিক নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা।
সংবাদমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়লা উত্তোলনের সময় কয়লাখনিতে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। আহত শ্রমিকদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খনিতে নিয়মিত কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু শ্রমিকরা ওই সময় বিস্ফোরণের ব্যাপারে অবগত ছিলেন না। অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।
বিস্ফোরণের পরপরই খনির মালিক কোম্পানির কর্মকর্তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ মরদেহগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
কয়েকদিন আগে একই খনিতে ধসের কারণে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। এটি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।
আপনার মতামত লিখুন :