জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অনেক দিন ধরেই নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ অভিনেত্রী জানালেন, সামনে বেশ কিছু কাজে দেখা যাবে তাকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমা।
বিদ্যা সিনহা মিম তার ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার ডাবিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমার নতুন কোনো সিনেমা নেই। যেই বিষয়টি নিয়ে আমার নিজেরও মন খারাপ ছিল। তবে হ্যাঁ, এটাও ঠিক ভালো কাজের জন্য একটু সময় লাগে। তাই সবাইকে এখন পর্যন্ত আনন্দের খবর এটুকু দিতে চাই, যে আমার ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার ডাবিং অনেকটাই শেষের দিকে। আশা করছি, ডিসেম্বরের সিনেমাটি মুক্তির বিষয়ে একটি সুখবর দিতে পারব। এ ছাড়া আমার আরও কিছু সিনেমার কথা চলছে। যেগুলোর একদম প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। সব ঠিক হলেই আনুষ্ঠানিকভাবে আপনাদের জানানো হবে।’
‘দিগন্তে ফুলের আগুন’ পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। ২০২৩ সালের সেপ্টেম্বরে সিনেমার শুটিং শুরু হয়। শহীদজায়া পান্না কায়সারের জীবন অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমাটি। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। অন্যদিকে শহীদুল্লাহ কায়সারের চরিত্রে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।
এদিকে নির্মাতা রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘মায়া’ মুক্তির বিষয়টি আনন্দ দিয়েছে মিমকে। এর প্রিমিয়ারে এসে তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি অনেক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কারণবশত এগুলো মুক্তি পেতে দেরি হচ্ছে। এর মধ্যেই রাফীর সিনেমাটি মুক্তি পেল। তাই ভালো লাগছে। আমি চাই আটকে থাকা সিনেমাগুলো খুব দ্রুত মুক্তি পাক। হলে আবার সিনেমার পরিবেশ ফিরে আসুক। তাহলে আমরা সবাই আবার সিনেমা হলকেন্দ্রিক হতে পারব।’
মিমের ‘দিগন্তে ফুলের আগুন’ ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। সিনেমাটি প্রযোজনা করছেন শহীদুল্লা কায়সার ও পান্না কায়সার দম্পতির মেয়ে শমী কায়সার।
আপনার মতামত লিখুন :