সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :: সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন ছাতক অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে এসে ক্লাবের নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাতক অনলাইন প্রেসক্লাবের প্রতিনিধিদল প্রতিনিধি দলের সদস্যরা হলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জুয়েল, সহ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী।
ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকতা আরো গতিশীল হবে ও সিলেটের অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়েনে বলিষ্ট ভূমিকা রাখবে। সিলেট অনলাইন প্রেসক্লাবের আরও উন্নতি ও অগ্রগতি কামনা করেন।
আপনার মতামত লিখুন :