https://shikhabd.com/google0928d57da4654288.html
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের আসার বার্তা চিন্তার খোরাক দেয়। সাংবাদিকদের মাথায় তখন ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। কোনটা রেখে কোনটা করা হবে। ক্রিকেটার সাকিবের রাজনীতিতে যোগা দেওয়া ভুল ছিল কিনা, ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইবেন কিনা; আরও অনেক প্রশ্নের ভিড় তখন মাথায়। কিন্তু এসবের কিছুই করা হলো না। সাকিব টেস্ট ও টি২০ থেকে অবসরের ঘোষণা দেওয়ায় মুহূর্তে সংবাদ সম্মেলনের পরিবেশ বদলে যায়।
দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে নড়েচড়ে বসেন সাকিব। ভরা সংবাদ সম্মেলনে বাঁহাতি এ অলরাউন্ডার অনেক কিছু বলার পর জানান, টেস্ট ক্রিকেট ছাড়ছেন। সেটা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হলে ভালো। না হলে আজ থেকে শুরু হওয়া কানপুরে টেস্টে ইতি টানবেন। বিসিবি ও সরকার নিরাপত্তা নিশ্চিত করলে এবং শেষ টেস্ট খেলে দেশ থেকে নিরাপদে বিদেশে যাওয়ার নিশ্চয়তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে সাদা পোশাক চিরতরে তুলে রাখতে চান তিনি। টি২০ খেলা নিয়ে প্রশ্ন করা হলে জানান, বিশ্বকাপেই কুড়ি ওভারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। বিসিবি সুযোগ দিলে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকে বিদায় নেবেন। তবে গতকাল মিরপুরে বোর্ড সভা শেষে বিসিবিপ্রধান ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন, সাকিবকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই। ‘আমি তো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ না। একজনকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই। সেটা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে এবং তার দিক থেকে আসতে হবে। বোর্ড থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নেই।’
আপনার মতামত লিখুন :