শিখাবিডি ডেস্ক :: দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব কে গত বুধবার (২৫সেপ্টেম্বর) রাতে মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান করেছে অজ্ঞাত এক ব্যক্তি।
এ ঘটনায় তিনি বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) দুপুরে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার রাত ১০টা ৯মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি ০১৭৮০১৯৭১৪৩ নম্বর থেকে তার ব্যবহৃত ০১৭১১৩০২২১০ মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আব্দুল হাছিব তার নিরাপত্তা ও দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার অনুরোধ করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক আব্দুল হাছিব দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার, জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি ও সকালের সময় এর দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আপনার মতামত লিখুন :