সুদানে কলেরায় মৃত্যু ৪৭৩ জনের


Shikha BD প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৬:৪২ অপরাহ্ন /
সুদানে কলেরায় মৃত্যু ৪৭৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক :: কলেরার প্রাদুর্ভাবে গত এক মাসে অন্তত ৪৭৩ জন মানুষ মারা গেছেন সুদানে। এছাড়া সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজারে। আজ বৃহস্পতিবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, সংক্রমণের বৃদ্ধির মধ্যে আক্রান্ত রাজ্যগুলো কলেরা মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।

সুদানে নিয়োজিত মার্কিন বিশেষ দূত টম পেরিলো বলেছেন, সংকট ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে চিকিত্সা ব্যবস্থা অত্যন্ত জটিল রুপ নিয়েছে। একইসঙ্গে গৃহযুদ্ধ অব্যাহত থাকায় সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এছাড়া ভারি বৃষ্টিপাত এবং বন্যায় দুর্ভোগ আরো বেড়েছে।

গত বছর তীব্র সংঘাত শুরু হওয়ার পর থেকে, এখন পর্যন্ত আফ্রিকার দেশটিতে দেড় লাখ লোক নিহত হয়েছে। মেডিকেল চ্যারিটি ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, নিয়মিতভাবে দুই পক্ষই তাদের চিকিৎসা কার্যক্রমে বাধাগ্রস্ত করে। মানবিক প্রতিক্রিয়া যা প্রয়োজন তার চেয়ে অনেক কম।

এর আগে আগস্টের মাঝামাঝি সময়ে সুদানের স্বাস্থ্যমন্ত্রী হাইথাম মোহাম্মদ ইব্রাহিম আগস্টের কলেরাকে মহামারি হিসেবে ঘোষণা করেছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, কলেরা নিরাময় করা তুলনামূলকভাবে সহজ, তবে দ্রুত চিকিৎসা অপরিহার্য। তবে কলেরা অত্যন্ত সংক্রামক। যা ডায়রিয়া, ডিহাইড্রেশন এবং মৃত্যুর কারণ হতে পারে।

এ দিকে কলেরা রোগের বিস্তার রোধে স্কুল, বাজার ও দোকানপাট বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সুদান কর্তৃপক্ষ।