” লাক্সরী রেস্টুরেন্টের আনন্দ ভ্রমন “


Shikha BD প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন /
” লাক্সরী রেস্টুরেন্টের আনন্দ ভ্রমন “

ভ্রমণ একটি আনন্দময় ইবাদত। ভ্রমণ মানুষকে প্রফুল্ল করে তোলে। জীবনধারা থেকে একটু আনন্দ উপভোগ করতে হলে ছুটে যেতে হয় বিভিন্ন পর্যটনকেন্দ্রে। আল্লাহ তাআলা নিদর্শনস্বরূপ দুনিয়ায় অনেক নিয়ামত দান করেছেন তার বান্দাদের জন্য। স্রষ্টার সৃষ্টির রহস্য জানার জন্য ভ্রমণের বিকল্প নেই।

আল্লাহ তাআলা এই পৃথিবীকে এবং পৃথিবীর সব প্রাণীকে সৃষ্টি করেছেন। সবকিছুই কৃত্রিম আর প্রকৃতিই হলো একমাত্র আল্লাহর তৈরি নিজস্ব শিল্প। পৃথিবী এবং আকাশ, বন, সমভূমি, হ্রদ ও নদীনালা, পর্বত—এই সমস্তই হলো সর্বোত্কৃষ্ট শিক্ষক, যা আমাদের উদারতার শিক্ষা দেয়।

গতকাল (২২-৯-২০২৪) সিলেটে শহরের জেল রোড পয়েন্ট পুর্ব জিন্ধাবাজারের ঐতিহ্যবাহী অভিজাত চায়নিজ রেষ্টুরেন্ট ” দি লাক্সরী রেষ্টুরেন্ট এন্ড বেন কুয়েট হল ” এর বার্ষিক আনন্দভ্রমন। গন্তব্য্য স্হান ছিল সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগন্জের সাদা পাথর। দেখতে অতুলনীয় প্রতিদিন দেশ-বিদেশের হাজারো মানুষ ভিড় জমায়। প্রতিনিয়তই এখানে পর্যটকদের আনাগোনা বাড়ছে। দিনটি সবার ভালো কাটুক।