https://shikhabd.com/google0928d57da4654288.html
শিখাবিডি ডেস্ক :: গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি একটি অনলাইন সভার মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়। সৈয়দ নাদির আহমদের সভাপতিত্বে ও এসএম শিপলুর পরিচালনায় সভায় আবার কমিটির সদস্যরা যোগদান করেন। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে এপ্রিল মাসে।
সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ নাদির আহমদকে (ইউকে) সভাপতি ও এসএম শিপলুকে (সৌদি আরব) সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ইউনুছুর রহমান (কানাডা), সহ-সভাপতি আব্দুল মুনিম (সংযুক্ত আরব আমিরাত), খলিলুর রহমান (সৌদি আরব), সহ-সভাপতি জুয়েল আহমদ চৌধুরী (ইউকে), সহ-সভাপতি শাহাজাহান আহমদ (সৌদি আরব), সহ-সভাপতি সুলতান আহমদ (পর্তুগাল), যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম (পর্তুগাল), সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন (সংযুক্ত আরব আমিরাত), সহ-সাধারণ সম্পাদক সাঈদ আহমদ (ফ্রান্স), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নাজু (সংযুক্ত আরব আমিরাত), সহ-সাংগঠনিক সম্পাদক শাহ এম এ সালমান আহমদ (কাতার), সহ-সাংগঠনিক সম্পাদক সুবেদ আহমদ (সংযুক্ত আরব আমিরাত), সহ-সাংগঠনিক সামাদুর রহমান অপু (ফ্রান্স), অর্থ সম্পাদক সাহেদ আহমেদ (সৌদি আরব), সহ-অর্থ সম্পাদক নাহিদ তালুকদার (ওমান প্রবাসী), দপ্তর সম্পাদক রুকনুজ্জামান রাসেল (পর্তুগাল), সহ-দপ্তর সম্পাদক দিলোয়ার হোসাইন মান্না (ওমান প্রবাসী), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ আহমেদ (ফ্রান্স), ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী সৈয়দ আহমদ আলী (ইউকে), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওলী অদুদ (ইউকে), শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী (ইউকে), সদস্য বিষয়ক সম্পাদক রায়হান রাজু (ইউকে), সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুল খাঁন (সৌদি আরব), চ্যারিটি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন (ইউকে), ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাজেদ তালুকদার (সৌদি আরব), সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম কাইয়ুম খাঁন (ফ্রান্স), ইউরোপীয় বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন (ফ্রান্স), মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক রায়হান পারভেজ (সৌদি আরব), নির্বাহী সদস্য রুহেল আহমদ কয়েছ (ইউকে), ফজলুর রহমান (দক্ষিণ আফ্রিকা), রাজু আহমদ ( সুইডেন), তোহফায়েল আহমদ (ইউকে), আসাদুজ্জামান শাওন (কানাডা), আব্দুল্লাহ মোহাম্মদ সায়েম (ইউকে), মাহবুবুর রহমান রাজু (কানাডা), জাহাঙ্গীর আলম (জার্সি আয়ারল্যান্ড), মুফতী আরিফুল ইসলাম (দক্ষিণ কোরিয়া), সুহেল আহমদ (সংযুক্ত আরব আমিরাত) সাবেল আহমদ (ওমান প্রবাসী) প্রমুখ।
আপনার মতামত লিখুন :