https://shikhabd.com/google0928d57da4654288.html
শিখাবিডি ডেস্ক :: সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ কারাতে ফেডারেশন এর তত্ত্বাবধানে সোতকান কারাতে ব্যøাক বেল্ট ড্যান গ্রেডিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের মধ্যে এই বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। গত ৪ মে, ২০২৪ সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ কারাতে ফেডারেশন এর তত্ত্ববধানে সোতকান কারাতে ব্ল্যাক বেল্ট ড্যান গ্রেডিং পরীক্ষায় বাংলাদেশ ব্যøাক ড্রাগন মার্শাল আর্ট একাডেমির ৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪১ জন শিক্ষার্থী কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়।
বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মো: আব্দুল্লাহ আমিন মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট ড্যান গ্রেডিং পরীক্ষায় ২য় ড্যান প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. ফয়ছল মজুমদার মামুন, মো. কাজী তানভীর আহমদ, ইদরাক খান আরিফ, তাওহীদ কবির মাহদী, মো. তানজীম আহমদ রাহি ও ইফফাত ওয়াসিমাত হক নুহা। ১ম ড্যান প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আতিফ আব্দুল্লাহ, আফসারা আহমেদ, লাবিবা বিনতে জান্নাত, মো. শাহেদ হাসান চৌধুরী রাহা, মো. সাফওয়ান ইব্রাহিম, আদিবা ওয়াসি সোহরাত, আদোয়া আরিফ মমতাজ, অঙ্কিতা চৌধুরী, নওরীন নুদার, আইরিন আরাবী, নাশরাহ রহমান চৌধুরী, আলিম আল রাজি চৌধুরী, লাবিবা ফাইরুজ, প্রনমী দেবনাথ পুন্নী, অন্যন্যা চক্রবর্তী, পিউরিটি চক্রবর্তী, সুষ্মিতা শর্মা মিষ্টু, ইফতিয়ার হোসেন সুমন, চৌধুরী মো. সাইদুল আফজাল, মাইশা তানজীম মিথিলা, সূর্য রায়, ইহতিশাম কোরেশী আমান, নাসিফুর রহমান, নাজমুল হাসান, আদিনা আরিফ মমতাজ, সাবিনা আক্তার, হাজেরা আক্তার রুমি, নবনিতা সেন রিয়া, মরিয়ম জেরিন তানহা, সৈয়দ লাবিব মাহমুদ, রেসিকা ধর, শাহরিন সুলতানা চৌধুরী, হাবিবুল্লাহ তাহমিদ, আইশমাম দাস কাব্য ও মো. সিদগাতুল চৌধুরী রেশাদ।
আপনার মতামত লিখুন :