সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের (রেজি: নং চট্র: ১৩২৬) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা কমিটির সভাপতি হাজী রুনু মিয়া মঈন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইনছান আলী, জেলা কমিটির সদস্য সৈয়দ মখদ্দছ আলী, কোট পয়েন্ট শাখার সভাপতি শফিক আহমদ, সম্পাদক ওসমান গনি, তামাবিল শাখার সভাপতি শাহাব উদ্দিন সাবু, ফয়সল আহমদ, আব্দুর রশিদ, হেলাল আহমদ, আব্দুল নূর, খালেদ আহমদ, কলিম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ধোপাদিঘির দক্ষিণ পাড়ে ওসমানী শিশু উদ্যান সংলগ্ন পাবলিক টয়লেট শ্রমিকদের ইজারা দিলে খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের অনেক উপকার হবে। আমরা শ্রমিকদের টয়লেট ব্যবহারের কোনো ব্যবস্থা নেই। পাবলিক টয়লেট স্ট্যান্ড সংলগ্ন হওয়ায় শ্রমিকরা এটি ব্যবহার করতে পারবে, আমরা এজন্য শ্রমিকদের কাছ থেকে কোনো পয়সা নেবো না। খেটে খাওয়া শ্রমিকদের কথা বিবেচনা করে ওসমানী শিশু উদ্যান সংলগ্ন পাবলিক টয়লেট শ্রমিকদের ইজারা দেওয়ার জন্য আমরা সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
আপনার মতামত লিখুন :