সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমার সাবেক সাধারণ সম্পাদক কয়েছ চৌধুরীকে সংবর্ধনা প্রদান


Shikha BD প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৪, ৭:৪২ অপরাহ্ন /
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমার সাবেক সাধারণ সম্পাদক কয়েছ চৌধুরীকে সংবর্ধনা প্রদান

সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী কয়েছ চৌধুরী স্বদেশ আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে সিলেট নগরীর স্টেশন রোডস্থ সুরুজ আলী মার্কেটে শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও কনভেনার মেম্বার মোঃ মনিরুল ইসলাম সোহানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী কয়েছ চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর কনভেনার মেম্বার যথাক্রমে- কাকলি দত্ত মুন্নি, রুহুল আমিন রুহেল, ইকবাল কামাল, দিলওয়ার হোসেন, অপু আহমেদ। উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, সাজিদ আহমেদ, ছুমান আহমদ, মাহিদ ও জলিল প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সাধারণ সম্পাদক কয়েছ চৌধুরী-কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল সহ নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সংগীত শিল্পী কাকলি দত্ত মুন্নিকে শিল্পী গোষ্ঠীর গানের দলের গ্রুপ লিডারের দায়িত্ব দেওয়া হয়। এসময় তাকে সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর অতীত ঐতিহ্য ও সুনাম রয়েছে। সেই ঐতিহ্যকে লালন করে এগিয়ে যেতে হবে। বক্তারা বলেন, এই সংগঠনের মাধ্যমে অসংখ্য শিল্পী তৈরির পাশাপাশি শিল্পীদের জীবন মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। আগামীত ও সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর কার্যক্রম গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।