https://shikhabd.com/google0928d57da4654288.html

অগ্রণী ব্যাংকে নতুন চেয়ারম্যান আবু নাসের


Shikha BD প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৪, ৭:২১ অপরাহ্ন /
অগ্রণী ব্যাংকে নতুন চেয়ারম্যান আবু নাসের

শিখাবিডি ডেস্ক :: সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি প্রায় ২০ বছর আগে একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এই নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।