শিখাবিডি ডেস্ক: স্বাধীনতা স্কোয়াড এর উদ্যোগে মৌলভীবাজারের রাজনগরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে ত্রাণ নিয়ে রাজনগরে যাত্রার প্রাক্কালে নগরীর ইলেকট্রিক সাপ্লাইস্থ নূরে আলা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আকস্মিক বন্যায় মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে মানুষ কষ্টে জীবনযাপন করছে। তাদের এ কঠিন সময়ে আমাদের সবাইকে সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- স্বাধীনতা স্কোয়াড এর ইমরান, নওরিন লিজা, হাবিবা, নুসরাত, সাদিয়া, সামিরা, ডলি, আনিকা, ফাহিমা, শাহেনা, আলপনা, মৌমি, রিফাত, সামির, মুক্তাদির, নিলয়, মাইশা, নেহা, শিপা, রুমি, সাথি, প্রিতি, সুনিয়া, সজিব, ইমাম, রাফি, জারা প্রমুখ।-
আপনার মতামত লিখুন :