সিলেট নগরীর ২৫নং ওয়ার্ডের খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান গত ৩১ আগস্ট শনিবার রাতে খোজার খলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক।
খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হেলাল আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রোটারিয়ান মোঃ আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন খোজার খলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী মেম্বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোজার খলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ, সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, খোজার খলা পঞ্চায়েত কমিটির সহ সভাপতি ফারুক আহমদ, আলাউদ্দিন মিয়া ও সুন্দর আলী, সহ সাধারণ সম্পাদক মনসুর মিয়া, খোজার খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা বাবুল মিয়া। বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হোসেন সরওয়ার সাগর, রুহুল আমীন, বেলাল আহমদ, সুহেদ আহমদ, সাগর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠকরান প্রধান অতিথি সিলেট জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক।
শপথ গ্রহণ শেষে বক্তব্য রাখেন খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি আকমল আলী মালাই, সাধারণ সম্পাদক রুহেল আহমদ লাহিন, সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খোজার খলা মার্কাস জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ মাফুজ আহমদ। অনুষ্ঠানে খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সবাইকে উপহার হিসেবে গাছের চারা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :