সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তাঁর দেশ ছেড়ে যাওয়ার খবরে জার্মানির বার্লিনে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বার্লিনসহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার বিকেলে জার্মানির বার্লিনে দেশটির চ্যান্সেলর ওলাফ শলজের কার্যালয়ের সমানে এই বিজয় উৎসবের আয়োজন করে প্রবাসী ছাত্র-ছাত্রীরা। দেড়ঘন্টা ব্যাপী এই উৎসবে দেশাত্ববোধক গান ওকবিতা আবৃত্তিতে অংশ নেন প্রবাসী শিক্ষার্থী ও প্রবাসীরা।
এরপর উৎসবে আসা সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অল্প কিছুক্ষণ পরেই বিজয় উৎসবটি মুখরিত হয়ে ওঠে স্বৈরাচার বিরোধী বিভিন্ন স্লোগানে। উৎসবে দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করে নিরবতা পালন ও দোয়া করা হয়।
উৎসবে যোগ দেয়া প্রবাসী শিক্ষার্থীরা বলেন, আজকের উৎসবটি নির্ধারিত ছিল বিক্ষোভ সমাবেশের কিন্তু শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ায়র খবরে সমাবেশটি বিজয় উৎসবে পরিনত হয়েছে।
এসময় তারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে তাদের সকল দাবী দাওয়া মেনে নিতে দেশের সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীণ সরকারের প্রতি আহবান জানান, একই সাথে দেশের শান্তি শৃঙ্খলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতসহ অন্যায়ভাবে গ্রেফতারকৃত সকল ছাত্রছাত্রীদের নিঃশর্ত মুক্তি ও হত্যার বিচারের দাবী জানান।
বিজয় মিছিলে সাধারণ শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :