https://shikhabd.com/google0928d57da4654288.html

নগরীর যেসব এলাকায় আজ শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ


Shikha BD প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৪, ২:৫২ পূর্বাহ্ন /
নগরীর যেসব এলাকায় আজ শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ডেস্ক :: সিলেট মহানগরের ২৩টি এলাকায় শুক্রবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রকল্প ও উন্নয়নমূলক কাজের জন্য এ সময় বন্ধ রাখা হবে বিদ্যুৎ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানান- শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহানগরের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল রোড, শাপলার গলি, কাজলশাহ, মধুশহীদ, মুন্সীপাড়া, পুলিশ লাইন্স, ভাতালিয়া, নোয়াপাড়া, উদ্যম আবাসিক এলাকা, রিকাবী বাজার, দরগা মহল্লা, মিরের ময়দান (আংশিক), ঝর্ণারপাড়, আলীয়া মাদ্রাসা মাঠের পশ্চিম ও উত্তর পাশ, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, সিলেট প্রেসক্লাব, সুবিদ বাজার (আংশিক), কেওয়াপাড়া, মীরের ময়দান ও বাংলাদেশ বেতার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।