শেভরনের জোরপূর্বক চাকুরীচূত্য শ্রমিদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি


Shikha BD প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন /
শেভরনের জোরপূর্বক চাকুরীচূত্য শ্রমিদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

মার্কিন বহুজাতিক তেল ও গ্যাস উত্তোলনকারী কোম্পানী শেভরনের বাংলাদেশ ব্লক ১৩ ও ১৪ এর ছাটাইকৃত সকল শ্রমিক তাদেরকে শ্রম আইন না মেনে জোরপূর্বক চাকুরীচূত্য করার প্রতিবাদে শনিবার (২৪ আগস্ট) সকালে সিলেটের এয়ারপোর্ট রোডস্থ শেভরন বাংলাদেশ জালালাবাদগ্যাস প্লান্ট লাক্কাতুুরায় শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

বিক্ষোভ শেষে অবস্থান কর্মসূচিতে বক্তারা শেভরনের উর্ধ্বতন কর্মকর্তাদের সিন্ডিকেট, সীমাহীন দুর্নীতি, আত্মীয়করণ ও আউটসোর্সিং এর কমিশন বানিজ্য বন্ধের দাবি জানান। এসময় বক্তারা কোম্পানীতে ছাটাইকৃত মেকানিক, গাড়িচালক, ক্যাটারিং, ইকুইপমেন্ট অপারেটর, সিভিল ও অন্যান্য শ্রমিকদের পুনর্বহালসহ স্থায়ীকরণের দাবি জানান। এবিষয়ে তারা মাননীয় প্রধান উপদেষ্ঠা, জ¦ালানি ও খনিজ সম্পাদ উপদেষ্ঠা, আইন ও বিচার বিভাগীয় উপদেষ্ঠার হস্থক্ষেপ কামনা করেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পাবেল আহমদ, সাইফুজ্জামান বিপ্লব, কান্ত মনি কমল, ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, আতিয়ার রহমান, সুহেল মিয়া, রাজু সিং, মঞ্জু মিয়া, মানিক মিয়া, নাসির উদ্দিন, হামিম মিয়া, নাজিম খান, সুরুজ মিয়া, নন্দ গোয়ালা, ফখরুল ইসলাম, আকতার মিয়া, ফারুক আহমদ, আব্দুল মুকিত, আব্দুল হাই, সুহেল আহমদ, সাহেদ আহমদ, ফখরুল ইসলাম, বেলাল আহমদ, বেলাল হোসেন, ইমরান মিয়া, নজরুল ইসলাম, শাকিল মিয়া, রফিক মিয়া, ফেরদৌস মিয়া, হানিফ মিয়া, মুকাব্বির আলী, জালাল আহমদ, নূর হোসেন, মইন উদ্দিন, বিপুল দাস, খুকন মিয়া, ইসমাইল হোসেন, জগন্নাথ গুপ্ত, লাভলু আহমদ, বাদল মিয়া প্রমুখ।