অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা


Shikha BD প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ন /
অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল বিজয়ী ও সারা বিশ্বে সামাজিক ব্যবসার প্রবক্তা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা।

রোববার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা।

অভিনন্দন বার্তায় সংগঠনটির জেলা শাখার সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম ও মহাসচিব আব্দুর রহমান রিপন বলেন, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল বিজয়ী ও সারা বিশ্বে সামাজিক ব্যবসার প্রবক্তা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ক্ষয়িষ্ণু অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও সব স্তরে সুশাসন প্রতিষ্ঠিত হবে। ছাত্র-জনতার আন্দোলনের ফসল পেতে পরিস্থিতির সুযোগ নিয়ে যারা অপরাধ সংঘটিত করেছে তাদের আইনানুগ বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। নেতৃবৃন্দ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে উন্নয়নের সুফল উপভোগ করার সুযোগ দেবেন। নেতৃবৃন্দ নির্ভয়ে আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।