আব্দুল্লাহ আল মুসাকে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সংবর্ধনা


Shikha BD প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ন /
আব্দুল্লাহ আল মুসাকে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সংবর্ধনা

হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের পক্ষ থেকে ২য় বারের মতো আব্দুল্লাহ আল মুসাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় গত শুক্রবার দুপুরে এ সংবর্ধনা প্রদান করা হয়।

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট ইয়োথ এসোসিয়েশন এর সভাপতি অমর মাহবুব, জুয়েল আহমদ, সানি আহমদ, হক নেওয়াজ সিক্কিক, আলামিন হোসেন, মিরাজুল ইসলাম, ইমন চৌধুরী , আরিফ আহমদ, সালমান আহমদ, রাজু আহমদ, নাইম আহমদ, সালাউদ্দিন আহমেদ , নুবেল আলি, শাওন চৌধুরী, আরাফাত আহমদ, ফারদিন আহমদ, সাফওয়ান আহমদ প্রমুখ।