জঙ্গী, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এসএমপি কমিশনারের জিরো টলারেন্স ঘোষণা


Shikha BD প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৪, ৪:৩৫ পূর্বাহ্ন /
জঙ্গী, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এসএমপি কমিশনারের জিরো টলারেন্স ঘোষণা

সিলেট জালালাবাদ থানাধীন এসএস কনভেনশন হলে ১৫ জুলাই সোমবার কমিউনিটি পুলিশিং ইউনিট জালালাবাদ থানার উদ্যোগে জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম।

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, জঙ্গী, সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাং নির্মূল করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু পুলিশ মাঠে কাজ করলে হবে না, আপনাদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। যেকোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোন কাজ সহজ হয়ে যায়। তাই আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

তিনি বলেন, যেখানেই মাদকের আস্তানা বা কোন খবর পাওয়া গেলে সাথে সাথে পদক্ষেপ নিবে পুলিশ। এছাড়া কোন এলাকায় কোন ব্যক্তির চলাফেরায় সন্দেহজনক কিছু লক্ষ্য করলে বা জঙ্গী মনে হলে সাথে সাথে পুলিশকে জানাতে বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর), অফিসার ইনচার্জ জালালাবাদ থানা সহ জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং ইউনিটের বিভিন্ন পদমর্যাদার সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং জালালাবাদ থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ।