https://shikhabd.com/google0928d57da4654288.html

ওড়িশায় পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৪


Shikha BD প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৪, ৫:৫৭ পূর্বাহ্ন /
ওড়িশায় পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৪

শনিবার (১৩ জুলাই) সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের ওড়িশায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন পূণ‍্যার্থীর। আহত হয়েছেন ১৪ জন।

পুলিশ সূত্রে প্রকাশ, এদিন ভোর ৫টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে ময়ূরভঞ্জ জেলায়। ২০ জন তীর্থযাত্রীকে নিয়ে বাসটি হায়দরাবাদ থেকে গয়ার দিকে যাচ্ছিল। আচমকা ১৮ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়রা খবর দিতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের চালকের মৃত্যু হয়েছে। তিনি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। আহতদের পন্ডিত রঘুনাথ মুর্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন আরও ৩ জন প্রাণ হারান। গুরুতর আহত ১৪ জনের চিকিৎসা চলছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটল, তা ঘিরে তদন্ত জারি রয়েছে।