https://shikhabd.com/google0928d57da4654288.html
বন্যায় বিপর্যস্ত আসামে আরও মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (১২ জুলাই) আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে গোয়ালপাড়া জেলায় নৌকা ডুবির ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে, যোরহাট ও নওগাঁওয়ে জলে ডুবে প্রাণ হারিয়েছেন ১ জন করে। বন্যার জেরে এ পর্যন্ত আসামে ৯০ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) প্রশাসন সূত্রে প্রকাশ, ২৪টি জেলার সাড়ে১২ লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও এখনও ৩২ হাজার হেক্টরের বেশি চাষের জমিও ২ হাজার ৪০৬টি গ্রাম জলমগ্ন। গৃহহীন লক্ষাধিক বাসিন্দা। রাজ্যের ৩১৬টি ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন প্রায় ৩ লক্ষ মানুষ।
বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড়, ধুবড়ি, নওগাঁও, ডিব্রুগড়, কামরুপ, গোলাঘাট, যোরহাট, মরিগাঁও, লখিমপুর, করিমগঞ্জ, দারাং, মাজুলি, তিনসুকিয়া। বন্যার জেরে চরম ভোগান্তি বন্যপ্রাণীদের ও। কাজিরাঙা জাতীয় উদ্যানে এখন ও পর্যন্ত ১৮০টি বন্যপ্রাণী প্রাণ হারিয়েছে। যার মধ্যে ১০টি রাইনো এবং ১৫০টি হগ ডিয়ারের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :