https://shikhabd.com/google0928d57da4654288.html
ভারতের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত ১ দম্পতি। আহত আরও ১ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বংশবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত দম্পতির নাম চন্ডী সরকার (৭৫) ও পুস্পা সরকার (৬৩)। বাড়ি সুতি থানার বংশবাটি গ্রাম পঞ্চায়েতের আলুয়ানিতে। স্বামী-স্ত্রী যে টোটোয় ছিলেন তার চালক নীলু হালদার (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।
জানা গেছে, এদিন স্বামী-স্ত্রী টোটোর চেপে চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আসছিলেন মেয়েকে দেখতে। বংশবাটি মোড় ৩৪ নম্বর সড়কে ওঠার মুখে উমরপুরের দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ দম্পতি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দম্পতির মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক কন্টেনারটি আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। চালক পলাতক।
আপনার মতামত লিখুন :