https://shikhabd.com/google0928d57da4654288.html

ভারতের বিহারে ২৪ ঘন্টায় বজ্রপাতে মৃত ২৫, আহত ৩৯


Shikha BD প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৪, ৬:২২ পূর্বাহ্ন /
ভারতের বিহারে ২৪ ঘন্টায় বজ্রপাতে মৃত ২৫, আহত ৩৯

ভারতের বিহাররাজ‍্যে বজ্রপাতে বিপত্তি। বিগত ২৪ ঘন্টায় বাজ পড়ে মারা গিয়েছেন ২৫ জন। আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

এই মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ‍্যমন্ত্রী নীতীশ কুমার। ম‍ৃত‍ের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। নীতীশ কুমার ঝড়ব‍ৃষ্টির সময় সকলকে ঘরের মধ‍্যে থাকার পরামর্শ দিয়েছেন। ২৫ জন মারা গিয়েছেন তাঁদের মধ‍্যে ৫ জন মধুবনিং বাসিন্দা, ৪ জন ঔরঙ্গাবাদের, ৩ জন সুপাউল এবং নালন্দার বাসিন্দা। ২ জন করে মারা গিয়েছে লক্ষীসরাই এবং পাটনাতে। ১ জন করে মারা গিয়েছে বেগুসরাই, জামুই, গোপালগঞ্জ, রোহতাস, সমস্তিপুর এবং পুর্ণিয়ায় বিহারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই মাসে বাজ পড়ে ৫০ জনের মৃত্যু হয়েছে।