https://shikhabd.com/google0928d57da4654288.html
ভারি বৃষ্টিপাতের কারণে দুর্ভোগ অব্যাহত ভারতের উত্তরপ্রদেশে। এদিনে শুধু বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৮ জন। মৃতদের মধ্যে ৩ জন শিশু। বাজ পড়ে আহত হয়েছেন বহু।
বুধবার (১০ জুলাই) সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে প্রতাপগড়ে।
সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, বুধবার (১০ জুলাই) বাজ পড়ে প্রতাপগড়ে ১১ জন, সুলতানপুরে ৭ জন, চান্দৌলিতে ৬ জন, মেইনপুরীতে ৫ জন, প্রয়াগরাজে ৪ জন, দেওরিয়া, হাথরাস, বারাণসী, সিদ্ধার্থনগর, অওরাইয়াতে ১ জন করে প্রাণ হারিয়েছেন। এদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি হয় সমস্ত জেলায়। সেই সময়ে অনেকেই ক্ষেতে কাজ করছিলেন। কয়েকজন শিশু গাছ থেকে ফল পাড়তে গিয়েছিল। কেউ আবার মাছ ধরছিল। ভারি বৃষ্টির আবহেই এই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। ইতিমধ্যেই মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গত কয়েকদিন ধরেই টানা ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে উত্তরপ্রদেশ। জলমগ্ন ৬৩৩ টি গ্রাম। বুধবার (১০ জুলাই) ২ জেলা পরিদর্শন করে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃষ্টিজনিত কারণে প্রতিদিন প্রাণহানির ঘটনা ঘটছে এ রাজ্যে।
আপনার মতামত লিখুন :