https://shikhabd.com/google0928d57da4654288.html

সাবেক স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর ২৩ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন


Shikha BD প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন /
সাবেক স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর ২৩ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রদূত, জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, বরেণ্য কূটনীতিক ও বৃহত্তর সিলেটের কৃতিসন্তান মরহুম স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ,ফাতেহা পাঠ এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ সিলেট এর উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার সংলগ্ন গোরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, ফাতেহা পাঠ করা হয় এবং বাদ যোহর দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময়ে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সিলেট জেলা শাখার আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, হুমায়ুন রশিদ চৌধুরীর দৌহিত্র মাহসুন নোমান রশীদ চৌধুরী,সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুস সাদাত, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মিরাজ, ফাহিম আহমেদ, শাহান আহমদ, ছাত্রলীগ নেতা শাহ বুরহান প্রমুখ।