ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে ডাবল ডেকার বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ২ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাস জেলার সিকান্দ্রারাও থানার অন্তগর্ত টোলি গ্রামের কাছে। সংঘর্ষের অভিঘাতে ডাবল ডেকার বাসটি ভেঙে তছনছ হয়ে গিয়েছে।
হাথরাসের জেলাশাসক আশীষ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, এদিন সকালে টোলি গ্রামের কাছে একটি ডাবল ডেকার বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের।
এছাড়াও কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :