রোটারী ক্লাব অব সিলেট ইস্ট এর কমিটি গঠন


Shikha BD প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৪, ৩:০১ অপরাহ্ন /
রোটারী ক্লাব অব সিলেট ইস্ট এর কমিটি গঠন

রোটারী ক্লাব অব সিলেট ইস্ট এর ২০২৪-২০২৫ সালের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ জুলাই) রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে রোটারিয়ান নিজাম আল দ্বীন-কে সভাপতি ও মাহমুদুল হাসান চৌধুরী-কে সেক্রেটারী করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সদ্য প্রাক্তন সভাপতি রোটারিয়ান মো. আশরাফ মিয়া, সভাপতি ইলেক্ট ২০২৫-২০২৬ রোটারিয়ান সারওয়ার হোসাইন বাদল, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান নিজাম উদ্দিন, ট্রেজারার রোটারিয়ান পিপি মো. মিজানুর রহমান পিএইচএফ, বুলেটিন এডিটর রোটারিয়ান উজ্জল দেবনাথ, সার্জেন্ট এ্যাট আর্মস রোটারিয়ান খায়রুল ইসলাম, ডাইরেক্টর কমিউনিটি সার্ভিস রোটারিয়ান পিপি সামসুল আমিন রাকি, ক্লাব ট্রেইনার রোটারিয়ান মো. আশরাফ মিয়া, ডাইরেক্টর নিউ জেনারেশন রোটারিয়ান পিপি দানি আল হাসান, স্টেন্ডিং কমিটি- ক্লাব এডমিন রোটারিয়ান পিপি মিজানুর রহমান পিএইচএফ, ডাইরেক্টর সার্ভিস প্রজেক্ট রোটারিয়ান মো. আশরাফ মিয়া, ডাইরেক্টর মেম্বারশীপ রোটারিয়ান পিপি সামসুল আমিন রাফি, ডাইরেক্টর পাবলিক রিলেশন রোটারিয়ান পিপি সজল দেবনাথ, ডাইরেক্টর ফাউন্ডেশন রোটারিয়ান পিপি দানি আল হাসান, সদস্য রোটারিয়ান তোফায়েল আহমদ, রোটারিয়ান আবুল সালেহ মো. মুছা।