সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, হাওরাঞ্চলের মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় সুদৃষ্টি রাখেন, যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে হাওর এলাকার মানুষের পাশে থাকেন তিনি, এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হাওর পাড়ের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী উপহার স্বরূপ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৫ হাজার বন্যার্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন এমপি রনজিত সরকার।
শনিবার দিনব্যাপী উপজেলার বালিজুরি বাজার, উত্তর বড়দল ও দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ এবং উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদে এসব ত্রান সামগ্রী বিতরণকালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মুর্তজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জী শামীম, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক প্রমুখ।
আপনার মতামত লিখুন :