নদী ভাঙন রোধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জকিগঞ্জবাসীর মানববন্ধন


Shikha BD প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন /
নদী ভাঙন রোধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জকিগঞ্জবাসীর মানববন্ধন

সুরমা-কুশিয়ারার ভাঙন রোধ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই ২৪) বিকেল ৪টায় সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন ফারুক এর সভাপতিত্বে ও সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সদস্য সচিব সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হৃদয়ে জকিগঞ্জের সভাপতি মোঃ শাহীদুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ।

বন্যা প্রতিরোধ ও দূর্যোগকালিন ক্ষয়ক্ষতির কমিয়ে আনার লক্ষ্যে ৬ দফা লিখিত বক্তব্য পেশ করেন সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সমন্বয়ক, রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল।

লিখিত বক্তব্যে বন্যা প্রতিরোধে সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন, নদী ভাঙ্গন রোধে ব্লক স্থাপন, অভ্যন্তরীণ খালগুলোর সংস্কার, বিভিন্ন বাজারে খালের উপর অবৈধ দোকানপাট উচ্ছেদ, সিলেট-জকিগঞ্জ সড়কে যথাযথ ব্রীজ নির্মাণ, হাওরে পানির গতিপথের স্বাভাবিকতা রক্ষা করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে প্রতি বছরই নদীর বাঁধ ভাঙনে ঘর-বাড়ি, স্থাপনা, ফসলি জমি ও পরিবেশ বিপর্যয় ঘটছে। বাড়ছে ভূমিহীন মানুষের সংখ্যাও। তাই নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, সেইভ জকিগঞ্জের সিনিয়র সহ সভাপতি মাওলানা মোঃ মুখলিছুর রহমান, মানবাধিকার কর্মী মারুফ বখতিয়ার চৌধুরী খুররম, প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরে মাওলা, শিক্ষানবিশ আইনজিবি জুবায়ের আহমদ, একাডেমাস কোচিং হোমের পরিচালক খালেদ আহমদ, একাত্তর টিভির সিলেটের ব্যুরো প্রধান হোসাইন আহমদ সুজাদ, জকিগঞ্জ সোসাইটির সেক্রেটারী আজিজুর রহমান তাপাদার,আমাদের সময়ের সম্পাদক কবি আলিম উদ্দিন আলম, মানবসেবা ফাউন্ডেশনের সমন্বয়ক তানভীর আল হাসান, খলাছড়া ফ্লাড কন্ট্রোল টিমের মুখপাত্র মোহাম্মদ কামরুজ্জামান, জেডএসওর সভাপতি হাবিবুর রহমান মাছরুর, পুসাজ এর সভাপতি সিদ্দিকুর রহমান সুজন, সাধারণ সম্পাদক ফাহাদুল ইসলাম, জেডএসসির সাবেক সভাপতি সাকিব আল হাসান, মামুনুর রশীদ, বর্তমান সভাপতি আরাফাত রহমান, হৃদয়ে জকিগঞ্জের সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর, এম এ ওয়াহিদ চৌধুরী, স্বপ্নচুড়ার মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এতে জকিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। সংগঠনগুলোর মধ্যে রয়েছে, হৃদয়ে জকিগঞ্জ, জকিগঞ্জ এসোসিয়েশন, জকিগঞ্জ সোসাইটি, মানবসেবা ফাউন্ডেশন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব জকিগঞ্জ, সেইভ জকিগঞ্জ,স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিলেট, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্ট ।