জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত মদন মোহন সরকারী কলেজ সিলেটের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহমদ হোসেন ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহতালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করেন।
বুধবার (৩ জুলাই ২০২৪ইং) সন্ধ্যা ৬টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার পরিজন, ছাত্রছাত্রী, সহপাঠী, সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :