নিষেধাজ্ঞা উপেক্ষা করতেই বিপত্তি। খারাপ আবহাওয়ায় ভারতের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের সৌলায় উল্টে গেল নৌকা। নিখোঁজ ৬ মৎস্যজীবী। তাদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ বাহিনী। গত কয়েকদিন ধরেই নিম্নচাপের কারণে উত্তাল সমুদ্র। ৪ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা উপেক্ষা করেই সৌলায় মাছ ধরতে নেমে পড়েন কয়েকজন মৎস্যজীবী।
বুধবার (৩ জুলাই) সকালে সৌলায় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ৬ জন মৎস্যজীবী ছিলেন। প্রত্যেকেই ডুবে যান। দ্রুত কোস্টাল থানায় খবর দেওয়া হয়। মৎস্যজীবীদের খোঁজ চালাচ্ছে তারা। এখনও পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
আপনার মতামত লিখুন :