স্কলার্সহোম মেজরটিলা কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন


Shikha BD প্রকাশের সময় : জুলাই ১, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন /
স্কলার্সহোম মেজরটিলা কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সোমবার (১লা জুলাই) সকাল সাড়ে ১০টায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও অনুষ্ঠিতব্য পরীক্ষা উপলক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক কো-অর্ডিনেটর কাজী শাখাওয়াত হোসেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. নিজাম উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী রিয়া রাণী দাশ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের রুটিন, এডমিট কার্ডসহ পরীক্ষা উপকরণ প্রদান করেন।