রোটারি ক্লাব অব সিলেট এর আর্থিক সহায়তায় নির্মিত অর্ধ পাকা ঘর হস্তান্তর


Shikha BD প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন /
রোটারি ক্লাব অব সিলেট এর আর্থিক সহায়তায় নির্মিত অর্ধ পাকা ঘর হস্তান্তর

বানিয়াচং এর নজিপুর গ্রামে রোটারি ক্লাব অব সিলেট এর আর্থিক সহায়তায় নির্মিত অর্ধ পাকা ঘর হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিকাল (৫ টায়) উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত নজিপুর গ্রামে ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ ভানুজয় দাশ পিএইচএফ এর বাড়িতে অর্ধ পাকা ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব সিলেট এর প্রেসিডেন্ট রোটারিয়ান ভানুজয় দাশ পিএইচএফ এর সভাপতিত্বে ও রোটারিয়ান রাহুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোটারী ক্লাব অব সিলেট কর্তৃক প্রদত্ত পাকা ঘরটি গ্রামের একজন গরীব শ্রমজীবী মানুষকে তৈরী করে দেয়ার উদ্যোগটি খুবই প্রসংশনীয় মানবিক কাজ। রোটারিয়ানরা দেশে ও বিদেশে মানবতার সেবায় যে কাজ করে আসছেন, তা অত্যন্ত প্রসংশনীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ভাইস-চেয়ারম্যান (মহিলা) ভাইস রোটারিয়ান জাহেনারা আক্তার বিউটি, রোটারি ক্লাব অব সিলেট এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ড. তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক রোটারিয়ান সাগর বিশ্বাস, রোটারিয়ান সালাহ উদ্দিন বাবলু, হবিগঞ্জ ক্লাবের রোটারিয়ান পিপি বাদল রায়, খোয়াই ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আলী আফজাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান কামাল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ইষ্যু ভূষণ দাস রায়, নজিরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রামদয়াল দাশ, কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাশ, নজিপুর গ্রামের গীতা সংঘের সভাপতি লোকেশ দাস প্রমূখ।

অনুষ্ঠান শেষে নজিরপুর গ্রামের সীতেশ দাশ নামক এক ব্যক্তির হাতে একটি অর্ধ পাকা ঘরের চাবি তুলে দেন প্রধান অতিথি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল সহ অতিথিবৃন্দ।