দক্ষিণ আফ্রিকায় সিলেট এসোসিয়েশনের ঈদ পুণর্মিলনী ও পিঠা উৎসব সম্পন্ন


Shikha BD প্রকাশের সময় : জুন ২৯, ২০২৪, ২:৫৩ অপরাহ্ন /
দক্ষিণ আফ্রিকায় সিলেট এসোসিয়েশনের ঈদ পুণর্মিলনী ও পিঠা উৎসব সম্পন্ন

সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠান গত ২৩ জুন রবিবার ইউনিভার্সিটি অব জোহানেসবার্গ হকি ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বৃহৎ মিলনমেলায় পরিণত হয়।

সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার আহবায়ক এমএস ইসলাম সেরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব নোমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী। ভিডিও বার্তায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, সিলেট সিটি’র সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার প্রবীন প্রবাসী ও বীর মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আখতারুজ্জামান, সর্ব আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল তানসেন, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সেক্রেটারী জেনারেল ইব্রাহিম আহমেদ, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রবীন সিলেটী নজরুল ইসলাম মুন্না।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এজে মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, সমাজসেবী মোহাম্মদ শাহজাহান, একাউন্ট্যান্ট মোশাররফ হোসেন, এডভোকেট আশরাফুল করীম, নেক মানি সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী কাজী ফরহাদ কামাল, কমিউনিটি নেতা তাজুল ইসলাম জনি, বাংলাদেশ মুসলিম সোসাইটির সেক্রেটারি জেনারেল মুফতি খলিলুর রহমান, নোয়াখালী এসোসিয়েশনের সভাপতি মুস্তাফিজুর রহমান, জামালপুর এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী শহীদ, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংঠনিক সম্পাদক জুয়েল তাফাদার, বুড্ডিষ্ট কমিউনিটি ফোরামের সভাপতি বাবু শৈবাল বড়ুয়া, মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি সায়েম রহমান, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি আব্দুর রহিম, স্প্রিং ইউনিটি অব বাংলাদেশ’র সভাপতি মজিবুল হক লিটন, দেলোয়ার হোসেন, ক্রুগার্সডর্প বাংলাদেশ কমিউনিটির সভাপতি মহসিন আহমদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সপ্টট্যাক কোম্পানীর চেয়ারম্যান শহীদুল্লাহ খান, দক্ষিণ আফ্রিকা যুবলীগের প্রধান সমন্বয়ক মোহাম্মদ হাছান প্রমূখ।

এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন সিলেটী আসলাম উদ্দিন, জাহিদ ফারুক সিতু, আমীর খন্দকার, আব্দুল গফুর, আব্দুল জলিল, হারুন মিয়া, মোহাম্মদ হারুন মিয়া (স্ট্যার্কস্প্রিট), কয়েছ আহমদ, সিলেট এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়কবৃন্দ যথাক্রমে সাহেদ চৌধুরী, সুমন আহমদ, নজরুল ইসলাম, জমির আলী, রাহুল মিয়া, মাহমুদ রেজা রতন, বুলবুল আহমেদ, আবুল কালাম, মোঃ রব্বানী, দবীর আহমেদ, যুগ্ম সদস্য সচিববৃন্দের মধ্যে আবু সুফিয়ান, আজিজুর রহমান, ইব্রাহিম আহমেদ, মারুফ আহমদ, জাহাঙ্গীর আলম সামি, আশরাফুল আলম মুক্তা, ইমরান হাবীব, যুগ্ম সদস্য সচিববৃন্দের আজহার খান, বাবেল আহমদ, মোহাম্মদ টিটু, মারুফ আহমদ, রায়হান আহমদ, কামরুল ইসলাম, শাহীন আহমদ, মাওলানা, আবুল খায়ের, হাফিজ কবির উদ্দিন, এমাদ উদ্দিন, নির্বাহী সদস্য দিদার চৌধুরী, শফিক উদ্দিন, সোহেল আহমদ, খোকন আনসারী সহ বিভিন্ন প্রভিন্স ও শহরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেক মানি’র সৌজন্যে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সপ্টট্যাক কোম্পানীর সৌজন্যে পিঠা উৎসবে ১ম পুরস্কার ল্যাপটপ জয়ী হন মোছাম্মৎ কুলছুম, ২য় বিজয়ী স্মার্ট টিভি পান মিসেস মামুন এবং ৩য় স্থান আইপ্যাড বিজয়ী হন মিসেস কামাল।

সর্বশেষ, এসডব্লিউটি ট্রাভেলস্-এর ব্যবস্থাপনায় জমকালো র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে ১ম পুরস্কার হিসেবে জোহানেসবার্গ-ঢাকা রিটার্ন টিকেট জিতেন ফোর্ডসবার্গের জামাল উদ্দিন শাওন, ২য় পুরস্কার জোহানেসবার্গ-ঢাকা সিঙ্গেল টিকেট জিতেন জোহানেসবার্গের কামাল উদ্দিন ও ৩য় পুরস্কার জোহানেসবার্গ-কেপটাউন রিটার্ন টিকেট জয়ী হন আপিংটনের মারুফ আহমদ।

দীর্ঘ কয়েক বছর পর পিঠা-পুলির স্বাদ আর ঘ্রাণ নিলেন দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা। বাহারি পিঠার ডিজাইন আর মনভুলানো ঘ্রানে মেতে উঠেন বাঙালীরা। হাজার কিলোমিটার দুর থেকে আসা প্রবাসীরা নান্দনিক এই আয়োজনে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।