বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরে ছাদ, ১ জনের মৃ ত্যু 


Shikha BD প্রকাশের সময় : জুন ২৯, ২০২৪, ৫:০৬ পূর্বাহ্ন /
বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরে ছাদ, ১ জনের মৃ ত্যু 

প্রবল বৃষ্টিপাতে ভেঙে পড়ল ভারতের দিল্লি বিমানবন্দরের ছাদ। তার জেরে ১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আপাতত দিল্লি বিমানবন্দরের ১নং টার্মিনালটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী।

জানা যায়, শুক্রবার (২৮ জুন) ভোর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। সকাল সাড়ে ৫টায় বৃষ্টির তোড়ে আচমকাই ভেঙে পড়ে ১নং টার্মিনালের ছাদের একটি বড় অংশ। ছাদের পাশাপাশি সেখানকার একটি থাম ও ভেঙে পড়ে। বিমানবন্দরের ওই অংশ মূলত গাড়ি পাকিং করা হয়। ছাদ ভেঙে পড়ার সময়ে সেখানে বহু গাড়ি এবং ক‍্যাব ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িগুলোও। বিমানবন্দরে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে দমকল। সেই সময়েই ক্ষতিগ্রস্ত একটি গাড়ি থেকে মৃত অবস্থায় বের করা হয় একব‍্যক্তিকে।

দিল্লি বিমানবন্দরের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ১নং টার্মিনাল থেকে সমস্ত উড়ান চলাচল বন্ধ রাখা হয়েছে।