https://shikhabd.com/google0928d57da4654288.html
দৈনিক জাগ্রত সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার এহিয়া আহমদের মাতা মোছা: সয়রুন নেছা (৬০) গুরুতর অসুস্থ। তাঁর রোগ মুক্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
জানা যায়, গত ১৯ জুন সিলেটের জকিগঞ্জস্থ হাইদ্রাবন্দ গ্রামের হাজী মুছব্বির ভিলা নামের নিজ বাড়িতে প্রেশার ও ডায়াবেটিস বৃদ্ধি পেয়ে রাতে হঠাৎ পড়ে যান তিনি। এরপর মাথার পেছন দিকে প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হন। আহতাস্থায় পরদিন সিলেটের ওসমানী হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে তাকে ভর্তি করানো হয়। সেখান থেকে সিটি স্ক্যান করে সেখান থেকে হাসপাতালের মেডিসিন বিভাগে রেফার করানো হয়। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের নতুন ভবনের ৮তম তলার ৪০ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তি কামনা করে দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে সাংবাদিক এহিয়া আহমদ।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে তিনি হাই প্রেশার, ডায়াবেটিস, কলেষ্টর ও কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভূগছেন।
আপনার মতামত লিখুন :