আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জালালাবাদ যুব ফোরামের র‍্যালী


Shikha BD প্রকাশের সময় : জুন ২৭, ২০২৪, ৭:২৩ পূর্বাহ্ন /
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জালালাবাদ যুব ফোরামের র‍্যালী

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে র‌্যালীটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

যুবনেতা এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও পারভেজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।

র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুব সংগঠক নজরুল ইসলাম, নিজাম উদ্দিন, ফয়জুল হক, সালাউদ্দিন মিরাজ ও ওলিউর রহমান সাদ্দাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস-উন-নূর বলেন, সমাজের মোট জনসংখ্যার একটা বিশাল অংশ তরুণ ও যুবক। তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাদকের বিস্তারের ফলে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এর নেতিবাচক প্রভাব পড়েছে সমাজ জীবনে। অথচ নৈতিকতাসম্পন্ন মেধাবী দক্ষ যুবসমাজ দেশ জাতির অমূল্য সম্পদ। সঠিক গাইডলাইনের মাধ্যমে এই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে।