https://shikhabd.com/google0928d57da4654288.html

ওসমানীনগরে সড়ক দু র্ঘ ট না য় নিহত ১


Shikha BD প্রকাশের সময় : জুন ২৭, ২০২৪, ৫:৪১ পূর্বাহ্ন /
ওসমানীনগরে সড়ক দু র্ঘ ট না য় নিহত ১

সিলেটের ওসমানীনগর উপজেলায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টায় ওসমানীনগরের আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কারচালকের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কারে থাকা অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে ওসমানীনগর থানাপুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের টিম এসে মেশিন দিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া কারের বডি কেটে লাশ উদ্ধার করে। এর আগে স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা ধারণা করছেন- প্রাইভেট কারের চালক ঘুমিয়ে পড়েছিলেন। কারটি সরাসরি এসে বাসের নিচে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কারচালক নিহত হন।

দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।