কাশ্মীরে গুলির লড়াইয়ে ২ জঙ্গি নিহত


Shikha BD প্রকাশের সময় : জুন ২৭, ২০২৪, ৫:১১ পূর্বাহ্ন /
কাশ্মীরে গুলির লড়াইয়ে ২ জঙ্গি নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডায় গুলির লড়াইয়ে নিহত হল ২ জঙ্গি। বুধবার (২৬ জুন) এই খবর প্রকাশ‍্যে এসেছে উপত‍্যকার পুলিশ বাহিনী।

পুলিশের তরফে জানা যায়, বুধবার (২৬ জুন) গোপন সূত্রে খবর আসে ডোডার গান্দহর বাজাদ গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সেই মতো প্রস্তুতি নিয়ে গোটা গ্রামে ঘিরে ফেলে তল্লাশি অভিযানে নামে সিআরপিএফ ও পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন পিছু হঠার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা ও। দীর্ঘক্ষণ ২ পক্ষের গুলির লড়াই চলার পর ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই এলাকায় আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে।