https://shikhabd.com/google0928d57da4654288.html

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


Shikha BD প্রকাশের সময় : জুন ২৬, ২০২৪, ২:৫২ অপরাহ্ন /
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

সোমবার সকাল ১০টায় হবিগঞ্জের মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল।

বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এরশাদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সহকারী শিক্ষা অফিসার কবীর হোসেন, রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সাল প্রমুখ।

উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান এর সভাপতিত্ব প্রধান অতিথি বলেন, এ বৃহত্তম ফুটবল টূর্নামেন্ট হতেই একদিন দেশের জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনবে এমন ফুটবলার তৈরী হবে, আশা করি। মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ের একটি করে বালক ও বালিকা দল নিয়ে অনুষ্ঠিত এ টূর্নামেন্টে বিদ্যালয় ও ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে আজ থেকে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা চ্যাম্পিয়ন মোট ২৪টি দল নিয়ে উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়।

উদ্ভোধনী খেলায় পৌরসভা চ্যাম্পিয়ন গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ২-১ গোল ব্যাবধানে বুল্লা ইউনিয়ন চ্যাম্পিয়ন বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় গুমুটিয়া সপ্রাবি বালিকা দল ২-১ গোলে বুল্লা সপ্রাবিকে পরাজিত করে।