দক্ষিণ সুরমায় বিআরটিএ এর অভিযান, ৫ চালককে জরিমানা


Shikha BD প্রকাশের সময় : জুন ২৫, ২০২৪, ২:৫৮ অপরাহ্ন /
দক্ষিণ সুরমায় বিআরটিএ এর অভিযান, ৫ চালককে জরিমানা

সিলেটের দক্ষিণ সুরমায় গাড়ির ফিটনেস ও বৈধ কাগজপত্র না থাকার অপরাধে ৫টি গাড়ির চালকের কাছ থেকে ৫হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ সিলেট সার্কেল এর উদ্দোগে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থিতা হাওলাদারের নেতৃত্বে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারস্হ সাতমাইল এলাকায় আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়।

এসময় তার সাথে ছিলেন সিলেটের বিআরটিএ’ সিলেট সার্কেল এর মোটরযান পরিদর্শক মোঃ আব্দুল বারী। সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থিতা হাওলাদার বলেন, গাড়ির ফিটনেস, গাড়ির বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫টি গাড়ি থেকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।