সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত সামাজিক ও মানবিক সংগঠন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে গরিব দুঃখী ও মেহনতী মানুষের কল্যানে দীর্ঘদিন থেকেই কাজ করছে।
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ ৫ শত পরিবার কে ৫ কেজি চাল, ১ লিটার তৈল, ১ কেজি করে ডাল সহায়তা প্রদান করেছে।
এ উপলক্ষে রবিবার ২৩ জুন বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন ট্রাস্টের বাংলাদেশের সমন্বয়কবৃন্দ।
ট্রাস্টের ট্রাস্টী কামালপুর গ্রামের সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণের সমন্বয়ক সাংবাদিক এ কে এম তুহেম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীন মুরব্বি মজিরুল ইসলাম চৌধুরী তকবির মিয়া, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সৌদিআরব প্রবাসী আলহাজ্ব দুলাল আহমদ, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মৌরশ আলী, ২নং ওয়ার্ডের হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ডের সগির আলী, ৪নং ওয়ার্ডের ফজলু মিয়া, ৫নং ওয়ার্ডের নুরুল হক, ৬নং ওয়ার্ডে কামরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের বশির উদ্দিন, ৮নং ওয়ার্ডের হানিফ আলী, ৯নং ওয়ার্ডের আলহাজ্ব শামীম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সায়েস্তা মিয়া মিডিয়া কর্মী আরকুম আলী, সালেহ আহমদ। ছাত্রনেতা রুহেল মিয়া, তামিম সুমন, আব্দুস সামাদ সহ আরো অনেকে।
বক্তারা বন্যা কবলিত বানভাসি ৫শত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করায় প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।
আপনার মতামত লিখুন :