https://shikhabd.com/google0928d57da4654288.html

জলাবদ্ধতা দূরীকরণে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সাক্ষাৎ


Shikha BD প্রকাশের সময় : জুন ২৩, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন /
জলাবদ্ধতা দূরীকরণে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সাক্ষাৎ

উত্তর সিলেটের (বৃহত্তর জৈন্তিয়া) ভয়াবহ জলাবদ্ধতা দূরীকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর জৈন্তিয়ার জনগণের প্রাণের সংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার (২২ জুন) রাতে নগরীর টিলাগড়স্থ তাঁর নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এসময় বৃহত্তর জৈন্তিয়ার ৪টি উপজেলার সবকয়টি নদী খনন ও বঙ্গবন্ধু মহাসড়কের বিদ্যমান সেতুগুলোর দৈর্ঘ্য ও উচ্চতা বৃদ্ধি করে জলবদ্ধতা নিরসনে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদ, সিনিয়র সহ সভাপতি এডভোকেট হাছান আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সালাউদ্দিন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, সহ সাংগঠনিক সম্পাদক বিশ^জিৎ দাস, আইসিটি সম্পাদক ভানু লাল দাস, সদস্য এমদাদুল হক তুহিন, নাজমুল ইসলাম ও সিকৃবির ডেপুটি রেজিস্টার মো. ফখর উদ্দিন।