https://shikhabd.com/google0928d57da4654288.html
তৃণমূল নারী উদ্যোক্তা (গ্রাসরুটস) ও সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেলে নগরীর যতরপুর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
শুকনো খাবার বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, আমরা যারা সমাজের বিত্তবান বলে বিবেচিত আমাদের উচিৎ সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ানো। আমরা আমাদের বিবেককে জাগ্রত করলেই জেগে উঠবে এ দেশ। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর নেতৃবৃন্দ পানিবন্দী বানবাসী অসহায়ের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।
শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা (গ্রাসরুটস) এর শাকেরা সুলতানা জান্নাত, রুনা বেগম, পারুল মজুমদার ও সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফাতেমা সুলতানা সহ অ্যান্যরা নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :