সিলেটে কখন কোথায় ঈদের জামাত


Shikha BD প্রকাশের সময় : জুন ১৫, ২০২৪, ১২:৫০ অপরাহ্ন /
সিলেটে কখন কোথায় ঈদের জামাত

সিলেট নগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

শাহী ঈদগাহে ঈদের জামায়াতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান এবং এর আগে, বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদুল আজহার জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হুজায়ফা হোসাইন।

আন্জুমান খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭টার দিকে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। নামাজের আগে বয়ান পেশ করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। এই জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে।

এছাড়া, নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।

দ্বিতীয় জামাত হবে ৮টায়, ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।