https://shikhabd.com/google0928d57da4654288.html

অসুস্থ ইসকন মহারাজকে দেখতে হাসপাতালে সিসিক মেয়র ও এমপি


Shikha BD প্রকাশের সময় : জুন ১৫, ২০২৪, ১২:২০ অপরাহ্ন /
অসুস্থ ইসকন মহারাজকে দেখতে হাসপাতালে সিসিক মেয়র ও এমপি

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজকে দেখতে ছুটে গেলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার।

ফলমূলসহ শনিবার (১৫ জুন) দুপুরের দিকে সিলেট আল হারামাইন হাসপাতালে মহারাজকে দেখে এসেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও এমপি অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার।সর্বক্ষণ কৃষ্ণভাবনায় থাকা মহারাজ শয্যায় থেকেও হরিনাম জপ ও গ্রন্থ অধ্যায়ন করছেন।

এ সময় মেয়র ও এমপি মহারাজের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের কাছে অগ্রগতি সম্পর্কে জানতে চান।

এদিকে ইসকন সিলেটের যোগাযোগ বিভাগে দায়িত্বরত সিদ্ধ মাধব দাস জানিয়েছেন, বর্তমানে মহারাজের শারীরিক অবস্থা অনেকটা ভালো। দু’একদিনের মধ্যে তাঁকে রিলিজ দিবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেও জানান তিনি।

উল্লেখ্য, এ মাসের ৯ তারিখ রাত থেকে হালকা সর্দি ও জ্বর অনুভব করেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। পরে শারীরিক দুর্বলতা ও টাইফয়েড জ্বর দেখা দেয়।চিকিৎসকদের পরামর্শে শরীরের কোনো উন্নতি না হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়।